পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রামে এপিএল ম্যাটার লিমিটেড নামে একটি কারখানা দীর্ঘ ১৪ মাস ধরে বন্ধ রয়েছে প্রায় 400 স্থায়ী অস্থায়ী শ্রমিক এই কারখানায় কর্মহারা কারখানাটি খোলার দাবিতে আজ সকাল থেকে আইএনটিটিইউসির উদ্যোগে বিক্ষোভ ও ধারণা কর্মসূচি গ্রহণ করা হয়এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন আই এনটিটিইউসি ব্লক সভাপতি মুফলেস্বর দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা |