মাথাভাঙা ১: মাথাভাঙা নজরুল সদনে অনুষ্ঠিত মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের নাট্য উৎসব শেষ হলো
মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র ও পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত বিনোদিনী নাট্য উৎসবের রবিবার রাত নটা নাগাদ শেষ হলো নাট্য উৎসবের। মাথাভাঙ্গা নজরুল সদনে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই নাট্য উৎসবে শেষ দিনে শিলিগুড়ি একটি নাট্য সংস্থা ও কোচবিহারে একটি নাটক সংস্থার নাটকের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। মাথাভাঙ্গা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনির্বাণ সাঁই জানান পাঁচ দিনব্যাপী জলপাইগুড়ি আলিপুর কোচবিহার মাথাভাঙ্গা শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকার