ময়নাগুড়ি: দোমুখার পার এলাকায় নদীর জলের তোরে ভেসে গেল সাঁকো, পড়ুয়াদের স্কুলে যেতে বিপত্তি,সাধারণ জন মানুষের যাতায়াতে চরম সমস্যা
নদীর জলের তোরে ভেসে গেল সাঁকো, পড়ুয়াদের স্কুলে যেতে বিপত্তি, সাধারণ জন মানুষের যাতায়াতে চরম সমস্যা। শনিবার বিকেল তিনটা নাগাদ এমনই দৃশ্য দেখা গেল ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি দুইয়ের অন্তর্গত পূর্ব বারঘরিয়া দোমুখার পার এলাকায়। স্থানীয়দের দাবি নদী পার হয়ে রানিরহাট স্কুলে প্রায় তিন থেকে চার শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ে যায়। এছাড়াও এলাকার মানুষদের রানীর হাট বাজারের ওপর নির্ভরশীল বলে সেখানে কাঁচামাল থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র কেনার জন্য