রতুয়া ১: পাট ভর্তি গোডাউনে আগুন লেগে বালুপুর হাট সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য, ক্ষয়ক্ষতি বহু
Ratua 1, Maldah | Oct 22, 2025 পাট ব্যবসায়ীর পাটের গোডাউনে আগুন। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হল কয়েক লক্ষ টাকার পাট। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া-১নং ব্লকের বালুপুর হাট সংলগ্ন এলাকায়। জানা গেছে, ওই এলাকার পাট ব্যবসায়ী মহম্মদ সেলিমের পাটের গোডাউনে এদিন হঠাৎ করেই আগুন ধরে যায়। যা দেখতে পেয়েই গ্রামবাসীরা জড়ো হয়ে সাব মার্শালের জল দিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিভলেও, ৭০-৭৫ কুইন্টাল পাট আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।