হবিবপুর: কুলাডাঙ্গা এলাকায় যাত্রী বোঝাই টোটো উল্টে আহত ৪, চিকিৎসার জন্য আনা হয় বুলবুলচন্ডী হাসপাতালে
যাত্রী বোঝাই টোটো উল্টে আহত ৪ ঘটনাটি করছে বৃহস্পতিবার হবিবপুর থানার কুলাডাঙ্গা এলাকায়, জানা গেছে কুলাডাঙ্গা এলাকায় যাত্রী বোঝাই টোটো উল্টে, যাত্রীদের মধ্যে আহত চার,চারজনকে বুলবুলচন্ডি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য