মানবাজার ২: খড়িদুয়ারা সৃজন মেলায় পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্বরা
মানবাজার-২ নং ব্লকের খড়িদুয়ারা সৃজন ডুংরীতে অনুষ্ঠিত হচ্ছে এবছরের সৃজন মেলা।মেলা উপলক্ষে তিনদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বসেছে মেলাও।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ সৃজন মেলায় পৌঁছালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের এসটি সেলের সম্পাদক কলেন্দ্রনাথ মান্ডি,জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ হংশেশ্বর মাহাতো সহ বিশিষ্টরা