বিনপুর ১: বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গন ডেপুটেশনকে সামনে রেখে বিনপুরে প্রস্তুতি সভা বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটির
বিনপুর থেকে আমকলা পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গন ডেপুটেশনকে সামনে রেখে প্রস্তুতি বিনপুর নাগরিক কমিটির। বিনপুর ১ ব্লকের বিনপুর থেকে আমকলা পর্যন্ত যাওয়ার প্রায় ১৫ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তা সংস্কারের দাবিতে আগামী ১৬ ই সেপ্টেম্বর ঝাড়গ্রাম জেলা পরিষদ ও ডিএম অফিসে গণ ডেপুটেশনের ডাক দিয়েছে বিনপুর নাগরিক প্রতিরোধ কমিটি । এই প্রসঙ্গেই এদিন বিকেল নাগাদ বিনপুর থেকে কি জানলেন।