তেহট্ট ১: তেহট্ট বিসর্জন ঘাট পরিদর্শন করলেন, তেহট্ট মহকুমা SDPO, সঙ্গে ছিলেন তেহট্ট থানার আইসি
বুধবার দুপুর ১২ টার ৩০ মিনিটের সময় আগামী বৃহস্পতিবার বিজয়াদশমী ও শুক্রবার তেহট্ট বিসর্জনঘাটে দুর্গা প্রতিমা বিসর্জনের সব রকম ব্যবস্থা খতিয়ে দেখতে,তেহট্ট বিসর্জন ঘাট পরিদর্শন করলেন,তেহট্ট মহকুমা SDPO শুভতোষ সরকার। বিসর্জন ঘাট পরিদর্শন পরিদর্শন কালে তেহট্ট মহকুমা SDPO ছাড়া উপস্থিত ছিলেন তেহট্ট থানার IC। বিসর্জন ঘাটের পরিদর্শন দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় শুরু হযেছে এবং শেষ হয় দুপুর ২টোর সময়।