SIRএর ৭নম্বর ফর্ম জমা না নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের BDOঅফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা।উপস্থিত ছিলেন সাংগঠনিক বাঁকুড়া জেলা বিজেপির সহ সভাপতি ললীত আগ্ররবাল,জি এস মামণী বাউরি, দুই মন্ডল সভাপতি শুভময় সরকার ও সঞ্জয় গরাঁই সহ দিলীপ সিং,বিশ্বনাথ বাউরি,সঞ্জীত বাউরি,নীলকান্ত চক্রবর্তী সহ অন্যান্যরা।