শান্তিপুর: শান্তিপুর ট্রাফিক পুলিশ এর তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন এক ব্যক্তি
শান্তিপুর ট্রাফিক পুলিশ এর তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন এক ব্যক্তি। সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার বাসিন্দা এক ব্যক্তির মোবাইল ফোন শনিবার দুপুরে শান্তিপুর বেলেডাঙ্গা এলাকায় হারিয়ে যায়। পরে মোবাইল খোয়া গেছে বুঝতে পেরে ওই ব্যক্তি অনেক খুঁজলেও মোবাইল ফোনের কোনো সন্ধান পায়নি। পরে রবিবার শান্তিপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই ব্যক্তিকে ফোনকরে জানানো হয় উদ্ধার হয়েছে তার ফোন।