দাসপুর ১: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের তালতলায় দুই বাইকের মুখোমুখি ধাক্কা আহত ২
ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার তালতলায় দুই বাইকের ধাক্কা। আহত দুই বাইকের চালকই। তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন স্থানীয়রা। জানাযাচ্ছে শনিবার রাত প্রায় ৮টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার তালতলায় দ্রুত গতিতে থাকা দুই বাইকের মধ্যে মুখোমুখি ধাক্কা লাগে। দুই বাইকের চালকই জখম হলে তাদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।