পথ দুর্ঘটনায় নিখোঁজের হওয়ার পর প্রায় ৫ ঘন্টা পর নয়ানজুলি থেকে উদ্ধার চালকের মৃতদেহ। বুধবার দুপুর দুটো নাগাদ তার দেহ ময়নাতদন্ত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদহের ইংরেজবাজার থানার সাতটারি এলাকার ঘটনা। গতকালের এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।জানা গিয়েছে, মৃত যুবকের নাম আজহারউদ্দিন মোমিন(২৫)। বাড়ি মালদহের মোথাবাড়ি থানার বাবলা কোমলপুর।