সোমবার রাতে একাধিক পথ দুর্ঘটনা রানাঘাটের ধানতলায়। পৃথক 2 টি জায়গায় ঘটা দুর্ঘটনায় আহত 4 জন। সূত্রের খবর, সোমবার রাতে ধানতলা থানার দত্তপুলিয়ায় মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন দুই জন। পাশাপাশি ধানতলা থানার দৌলায় মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে আহত হয়েছে 2 জন। প্রতিক্ষেত্রেই আহত মদ্যপ যুবকদের রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সোমবার রাতে এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।