হরিহরপাড়া: হরিহরপাড়ায় ফাইনাল ফুটবল লড়াই, চোয়া অঞ্চলের ক্ষুদে পড়ুয়াদের সাফল্য
ফাইনাল ফুটবল লড়াই, চোয়া অঞ্চলের ক্ষুদে পড়ুয়াদের সাফল্য হরিহরপাড়া চক্রের উদ্যোগে আয়োজিত ৬ দলীয় অঞ্চল ভিত্তিক লীগ স্তরীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো সোমবার বিকেলে। হরিহরপাড়া অবর বিদ্যালয় পরিদর্শকের করণ ও শিক্ষক-শিক্ষিকা সমন্বয় কমিটির পরিচালনায় ফাইনাল খেলার আসর বসে হরিহরপাড়া কিষাণ মান্ডি ফুটবল ময়দানে। ফাইনালে মুখোমুখি হয় হরিহরপাড়া অঞ্চল ও চোয়া অঞ্চলের ক্ষুদে পড়ুয়ারা। নির্ধারিত সময়ে দুই দলই গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টা