রামনগর ১: দীঘার জগন্নাথ মন্দিরের আয়োজিত হল প্রথমবারের মতন আলোর উৎসব দীপাবলি
দীঘার জগন্নাথ মন্দিরে আয়িত হল প্রথমবারের মতন আলোর উৎসব দিবা বলে এই আলোর উৎসব পালনে নানা উদ্যোগ নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জগন্নাথ মন্দির কে আলোকিত করে তোলার জন্য ১০০৮ টি মাটির প্রদীপ দিয়ে আলোকিত করা হয়েছে, দীপাবলি উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ আজ কালী পুজোতে অনুষ্ঠিত হবে লক্ষ্মী পূজো তার আগেই পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। রয়েছে করা নিরাপত্তা।