বর্ধমান ১: পূর্ব বর্ধমান জেলায় পৃথক পৃথক ঘটনায় সাপের কামড়ে মৃত্যু হল চারজনের মৃতদেহ গুলির ময়নাতদন্ত হল BMC মর্গে
পূর্ব বর্ধমান জেলায় পৃথক পৃথক ঘটনায় সাপের কামড়ে মৃত্যু হল চারজনের। মৃত্যুরা হলেন হাজেরা বেগম (৩১) বর্ধমান থানার সরাইটিকর চ্যান্ডেলে তার বাড়ি। দ্বিতীয় ঘটনাটি মঙ্গলকোট থানার আটঘরা গ্রামের মাঠে ধান জমিতে স্প্রে করতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয় সত্যনারায়ণ সরকারের তৃতীয় ঘটনাটি রায়না থানার পলাশন গ্রামে ঘুমিয়ে থাকা অবস্থায় পিঠে সাপে কামড়ায় বৃষ্টি মূর্মূ, এবং চতুর্থ ঘটনা ঘটে ধারান পলাশন গ্রামে মাঠে স্প্রে করার সময় সাপের কামড়ে মৃত্যু হয় সেখ মানিক