মানিকচক: বাঁধ ভেঙে জল ঢুকছে ভূতনিতে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ব্রিজের কাছ থেকে শুরু হলো নৌকা পারাপার
ভূতনিতে বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ডুকছে তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যেই জল ঢুকে একাধিক গ্রাম প্লাবিত হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে গেছে।যত সময় যাচ্ছে তত দুর্যোগের সম্মুখীন হচ্ছে লক্ষাধিক মানুষ।যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতেই ভুতনি ব্রিজ এলাকা থেকে আবারো শুরু হয়ে গেল নৌকা পরিষেবা। সর্বত্রই প্লাবিত থাকায় মানুষকে যেতে হলে নৌকায় করে গ্রামে বাড়ির দিকে যেতে হচ্ছে। আরো খারাপ পরিস্থিতির সম্মুখীন হবে মানুষ বলেই অনুমান।