ময়না: মঙ্গলবার ব্লক ডেপুটেশান,কান ধরে টাকা আদায় করবো,আজ ময়নায় বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
পূর্ব মেদিনীপুর জেলার ময়না তে প্রাচীন রাস উৎসবে অংশগ্রহণ করে সাংবাদিক দের মুখোমুখি হয়ে ময়না ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতের উপভোক্তাদের লক্ষীর ভান্ডার বন্ধ নিয়ে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন এটা তাদের বাপের টাকা নয়। সাধারণমানুষের ট্যাক্সের টাকা এবং RBIর লোনের টাকা। জাতি ধর্ম বর্ণ সকলের পাওয়ার অধিকার রয়েছে। শুভেন্দু বাবু বলেন আগামী মঙ্গলবার বিধায়ক অশোক দিন্দা র নেতৃত্বে ব্লকের BDOর কাছে ডেপুটেশন দেবে BJP,তিনি বলেন কান ধরে টাকা যদি আদায় করতে না