বুধবার পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের সালতোড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জলের সমস্যা খতিয়ে দেখলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যদের নিয়ে PHEএর দফতরের আধিকারিকগণ ।এদিন তারা বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন ও কিভাবে এই জল সমস্যা দূর করা যায় তা খতিয়ে দেখেন। বুধবার নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব জানান এদিন PHEদফতরের আধিকারিকগণ নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সালতোড় গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন।