তুফানগঞ্জ ১: কাশিরডাঙ্গা এলাকায় ফাঁস লাগিয়ে আত্মঘাতিক গৃহবধূ, মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকজনের
ঘটনাটি শনিবার সকালে ধল পল দুই গ্রাম পঞ্চায়েতের কাশিরডাঙ্গা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতার নাম নার্গিস পারভীন (২৪) । জানা গেছে প্রেমের সম্পর্কে দুধ খাওয়া কালজানি এলাকার নার্গিস পারবিনের সাথে কাশিরডাঙ্গা এলাকার রোকসেদ আলি বিয়ে হয়। বিয়ের পর থেকেই অত্যাচার করতে বলে অভিযোগ। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বাধা দেওয়া য় অত্যাচারের মাত্রা বেড়ে যেত। একাধিকবার সালিশি স্বভাব হয়েছিল। শেষে প্রাণে মেরে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের লোকজনের।