রায়না ১: রায়নার বেন্ধুয়া এলাকায় ভাই ফোটাতে সম্প্রীতির বার্তা
ভাইফোঁটার দিন, সম্প্রীতির রঙে রায়নার বেঁন্দুয়া ভাইফোঁটার এই শুভ দিনে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দেয় ভালোবাসার ফোঁটা, আর সেই স্নেহভরা বন্ধনেই জড়িয়ে থাকে ভ্রাতৃত্বের অটুট সম্পর্ক। আজ সেই সম্পর্কেরই এক অনন্য দৃষ্টান্ত দেখা গেল পূর্ব বর্ধমানের রায়না ব্লকের বেঁন্দুয়া গ্রামে।