ভগবানগোলা ২: রানীতলা বাজারে পথসভা জনসমুদ্রে রূপান্তর—তৃণমূলে যোগদান ৫০ পরিবারের, বিরোধী মেম্বারও দলে
তারিখ: ২ ডিসেম্বর, ২০২৫ বার: মঙ্গলবার ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা বাজারে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ডাকা একটি পথসভা মুহূর্তেই রূপ নিল বিশাল জনসভায়। এলাকাজুড়ে মানুষের ঢল উপচে পড়ে, আর সেই জমায়েতে ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। শুধু তাই নয়, বিরোধী শিবিরের এক মেম্বারও এদিন তৃণমূলে যোগ দিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেন। নতুন যোগদানকারীদের হাতে তৃণমূল পতাকা তুলে দেন ব্লকের তৃণমূল নেতৃত্ব। সভামঞ্চে উপস্থিত ছিলেন ভগবানগোলা ২ নম্বর ব্লকের