কৃষ্ণনগর ১: দশমী পুজো সমাপ্ত হওয়ার পরে কৃষ্ণনগর রাজবাড়িতে রাজরাজেশ্বরী কে বরণ করেন বর্তমান রানী অমৃতা রায়,ভিড় দর্শনার্থীদের
কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর পুজো ঘিরে উন্মাদনা চরমে। মহা ধুমধাম এর সাথে প্রতিবছরের মত এবছরও হচ্ছে রাজেশ্বরীর পুজো। মহালয়ার পর থেকেই দূর্গা পূজার শুভ সূচনা হয় রাজবাড়ীতে। দশমী পূজার সমাপ্ত হওয়ার পর সমস্ত রীতিনীতি মেনে কৃষ্ণনগর রাজবাড়িতে রাজরাজেশ্বরী কে বরণ করেন বর্তমান রানী অমৃতা রায়। দীর্ঘক্ষণ চলে এই বরণ-পর্ব। বরণ পর্ব দেখতে কৃষ্ণনগর রাজবাড়ির নাট মন্দিরে হাজির হয় দর্শনার্থীরা।