মাথাভাঙা ২: খবরের জেরে অবশেষে পারাডুবি গ্রাম পঞ্চায়েত অফিসে পাকা রশিদে ট্যাক্স নেওয়ার কাজ চালু হল
খবরের জেরে অবশেষে মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকেরপারাডুবি গ্রাম পঞ্চায়েত অফিসে পাকা রশিদে ট্যাক্স নেওয়ার কাজ চালু হল বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ। স্থানীয়দের মধ্যে কেতু মিয়া জানান গত দুদিন কাঁচা রশিদে সিল স্বাক্ষর করে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ট্যাক্স আদায় করেছিল, আর তাতেই স্থানীয়রা সরব হয়েছিলেন। অবশেষে এদিন থেকে পাকা রশিদে অনলাইন সিস্টেমের মাধ্যমে ট্যাক্স নেওয়ার কাজ শুরু করেছে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক জানান যান্ত্রিক