আলিপুরদুয়ার ২: মানবিকতার পরিচয় দিল শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ সাধুবাদ জানালো অসহায় পরিবারের সদস্যরা
মহাকাল চৌপথী থেকে উদ্ধার অনেকটাই মানসিক ভারসাম্যহীন মহিলাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দিল শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক সোমবার রাত দশটা নাগাদ।তার কাছ থেকে জানা গেছে সোমবার বেলা ১১ টা নাগাদ ওই মহিলাকে ৩১ নম্বর জাতীয় সড়কের মহাকাল চৌপথী এলাকায় এলো পাথারি ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।কিন্তু সঠিক কোন জবাব দিতে না পারায় মহিলাকে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।