প্রকৃত ভোটার নাম SIR থেকে বাদ না পড়ে। এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা হরিণঘাটা এলাকায়। আজ সন্ধ্যাকালীন হরিনঘাটাতে রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর নেতৃত্বে পথসভা উপস্থিত ছিলেন জেলা দক্ষিণের INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী নদিয়া দক্ষিণের মহিলা নেত্রী বর্ণালী দে রায় সহ হরিণঘাটা পৌরসভার উপ পৌরপতি রাজ্য তৃণমূল কংগ্রেসের যুবর সাধারণ সম্পাদক শুভঙ্কর মুখার্জি ওরুপে পিটার সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা