মানিকচক: মানিকচক যুব সংঘ ক্লাবের কালী পূজার কে কেন্দ্র করে জাঁকজমকপূর্ণ আয়োজন, দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন
মানিকচক যুব সংঘ ক্লাবের কালীপূজা কে কেন্দ্র করে জাগ্রনকন্যা আয়োজন করা হয়েছে। ফেলে আসা দিনগুলিকে মন্ডপ শয্যায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রশাসনিক কর্তা জনপ্রতিনিধি সহ বিভিন্ন রকম বিশিষ্ট ব্যক্তিত্বরা পূজা পরিদর্শনে উপস্থিত হচ্ছেন। আয়োজন দেখে পঞ্চমুখ হচ্ছেন দর্শনার্থীরা। রকম সংস্কৃতিক মূলক অনুষ্ঠান ও আয়োজিত হচ্ছে।