চোপড়া: উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণের মাধ্যমে ছট উৎসব চতুর্থ দিন শেষ হয়েছে। চোপড়া ব্লকের প্রতিটি নদী ঘাটে ছট বর্তিরা ভিড়
উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণের মাধ্যমে ছট উৎসব চতুর্থ দিন শেষ হয়েছে। চোপড়া ব্লকের প্রতিটি নদী ঘাটে ছট বর্তিরা ভিড় জমান, পুরো পরিবেশ ভক্তিতে ভরে ওঠে। ঘাটে লোকগানের সুরেলা প্রতিধ্বনি, প্রসাদের সুসজ্জিত থালা এবং ভক্তিতে ভরা মুখ এই উৎসবের পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে। চার দিনের এই মহা উৎসবের শেষ দিনে, উপবাসকারী মহিলারা উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণ করেন এবং তাদের পরিবার, সন্তান এবং সমাজের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। উত্তর দিনাজপুর জেলার তিস্তা ঘাট