হীরবাঁধ: পাইড়া গ্রামে রাস মহোৎসবে শেষ দিনে উপস্থিত মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, ভক্ত-সমাগমে আনন্দ ও আধ্যাত্মিকতার ছোঁয়া
রানিবাঁধ বিধানসভার মশিয়াড়া গ্রাম পঞ্চায়েতের পাইড়া গ্রামে রাস মহোৎসবের শেষ দিনে উপস্থিত হলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক জ্যোৎস্না মাণ্ডি। তিনি পূজা দেন এবং ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন। অনুষ্ঠানের পরিবেশে অভিভূত হয়ে তিনি বলেন, ঐতিহ্য আর আনন্দের সাক্ষী থাকলাম। আধ্যাত্মিক পরিবেশ মনকে শুদ্ধ করল, জনসমাগম মন ছুঁয়ে গেল। এই ঐতিহ্য চিরন্তন। মন্ত্রী জানান, অনুষ্ঠানে এসে এক বিশেষ শান্তি অনুভব করেছেন।