বারুইপুর: বারুইপুর জোড়া মন্দির ঘাটে করা পুলিশি নিরাপত্তা র মধ্যে দিয়ে চলছে কালী পূজার বিসর্জন
বারুইপুর জোড়া মন্দির ঘাটে করা পুলিশি নিরাপত্তা র মধ্যে দিয়ে চলছে কালী পূজার বিসর্জন, বারুইপুরের বেশির ভাগ কালী পূজা গুলো এই জোড়া মন্দিরে ঘাটে বিসর্জন হয় তাই যাতে কোনো অপ্রিতি কর ঘটনা না ঘটে সেই কারণে বারুইপুর থানার পক্ষ থেকে করা পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে, সেই চিত্র পাবলিক app এর ক্যামেরায় বারুইপুর জোড়া মন্দির থেকে রাত আনুমানিক ১১ টা নাগাদ।