মুরারই ২: কাশিমনগর সেরাজুল উলুম মাদ্রাসায় আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির
মুরারই ২ ব্লকের পাইকর 1 অঞ্চলের কাশিমনগর সেরাজুল উলুম মাদ্রাসায় আয়োজিত হল আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এদিন ১৬ই অক্টোবর বৃহস্পতিবার সকালে শিবির খুলতেই বিভিন্ন প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে এসেছিলেন সাধারণ মানুষ জনেরা। শিবিরে উপস্থিত ছিলেন মুরারই ২ নম্বর ব্লক প্রশাসনিক আধিকারিকরা,পাইকর1 অঞ্চলের আধিকারিক রা,ও বিশিষ্ট সমাজসেবী রা,।এদিন বেলার দিকে সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।