খোয়াই: রাস্তাঘাটের সংস্কার, রেগা টুয়েপের কাজের দাবি নিয়ে খোয়াই অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন কিষান কংগ্রেসের
Khowai, Khowai | Sep 16, 2025 রাস্তাঘাটের সংস্কার, রেগা টুয়েপের কাজের দাবি নিয়ে খোয়াই অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন কিষান কংগ্রেসের এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ ডেপুটেশনটি প্রদান করার সময় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, কংগ্রেস নেতৃত্ব প্রদীপ দাস প্রদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্যরা।