বিষ্ণুপুর ১: মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে আমগাছিয়া পল্লী সম্মেলনী ক্লাবে দুর্গাপুজোর মণ্ডপের শুভ উদ্বোধন করলেন দিলীপ মন্ডল।
মহা ষষ্ঠীর পূর্ণ লগ্নে আমগাছিয়া পল্লী সম্মেলনী ক্লাবের দুর্গাপূজার মন্ডপের শুভ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুর বিধানসভায় দিলীপ মন্ডল এই দিন। মন্ডপের ফিতে কেটে এবং প্রদীপ পর্যালোয়ের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন তিনি।