নন্দীগ্রাম ১: কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে আজ নন্দীগ্রামে তৃতীয় সম্মেলন করলো মহিলা সমিতি
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের নন্দীগ্রামে কেন্দ্রে BJP এবং রাজ্যে তৃণমূল শাসিত সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করতে এবং ২০২৬শের বিধানসভা নির্বাচনের পূর্বে সংগঠনকে আরো বেশি শক্তিশালীকরার লক্ষ্যে আজ নন্দীগ্রামে তৃতীয় সম্মেলন করলো সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নন্দীগ্রাম লোকাল কমিটি। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা পূর্বাসা সামন্ত,রীনা পাহাড়ী সহ অন্যান্যরা