ক্যানিং ১: হোমরা এলাকায় মদ্যপ বাইক আরোহীর বাইকের ধাক্কায় জখম এক সাইকেল চালক
বাইকের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। আহতের নাম রেজাউল খান। উত্তর বেলেগাছির বাসিন্দা তিনি। জীবনতলা থানার হোমরা এলাকায় মদ্যপ বাইক আরোহীর বাইকের ধাক্কায় জখম হন তিনি। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।