হবিবপুর: দেবীপুরে বাস দুর্ঘটনায় মৃত হেলপারের দেহ ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে নিয়ে যায় পুলিশ
গতকাল রবিবার দুপুরে মালদা-নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী দেবীপুর এলাকায় ঘটে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে পড়ে যাত্রীবোঝাই একটি বাস। ঘটনায় আহত হন অন্তত ১৩ জন, মৃত্যু হয় বাসের হেলপার বিজয় বর্মনের। তাঁর বাড়ি নালাগোলা এলাকায়।সোমবার বেলা আনুমানিক বারোটা নাগাদ হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।