রানিবাঁধ: সিমলাপাল স্কুল মোড় সর্বজনীনের ৩২ তম বর্ষের পুজোয় গুজরাটের নীলকন্ঠ ধামের ছোঁয়া
অভিনব থিমের চমকে দর্শনার্থীদের নজর কাড়ছে সিমলাপাল স্কুল মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে তাদের পুজো পা দিল ৩২ তম বছরে। প্রতিবছরের মতো এবারও ভিন্ন স্বাদের থিমে চমক দিয়েছে এই কমিটি। চলতি বছরে গুজরাটের নীলকন্ঠ ধামের আদলে তৈরি হয়েছে নজরকাড়া মণ্ডপ। পুজো কমিটি সূত্রে জানা গেছে, প্রায় ২৫ লক্ষ টাকার বাজেটে তৈরি হয়েছে এই বিশাল আয়োজন। মহাষষ্ঠীর সন্ধ্যা থেকেই মণ্ডপে ভিড় জমতে শুরু করেছে। উদ্যোক্তাদের দাবি, আগামী দিনগুলোতে লক্ষাধিক ভক্ত-দর্শনার্থীর সমাগম হবে