গতকালকের তুলনায় আজকে পুরুলিয়া সারা শহরজুড়ে ঢেকে রয়েছে ঘন কুয়াশায় ঠান্ডায় কাবু হয়ে রয়েছে গোটা পুরুলিয়া শহর, এর সঙ্গে সঙ্গে পুরুলিয়া এক নম্বর ব্লকের মাগুরিয়া এলাকায় সেই রকমই চিত্র ধরা পড়ল পাবলিক এপ্সের ক্যামেরায় এদিন সকাল 9 টা নাগাদ।
পুরুলিয়া ১: ঘন কুয়াশায় ডেকে গেল মাগুরিয়া এলাকা, ঠান্ডায় কাবু এলাকার মানুষ - Purulia 1 News