মুরারই ২: পাইকর মা রক্ষা কালী মন্দিরে মা রক্ষা কালীর পুজো উপলক্ষে মা রক্ষাকালী বিশেষ পুজোপাঠ চলছে
জানা যায় প্রত্যেক বছর আশ্বিন মাসের যেকোনো শনিবার বা, মঙ্গলবার। পাইকর রক্ষা কালীমন্দিরে মা রক্ষা কালীর বিশেষ পুজোপাঠ করা হয়। সেইমতো এই বছরও আজ বাংলার আশ্বিন মাসের ২৭ আশ্বিন ইংরেজি ১৪ই অক্টোবর মঙ্গলবার আনুমানিক রাত্রি দিক থেকে। পাইকর রক্ষা কালী মন্দিরে মা রক্ষা কালীর বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে। উপস্থিত আছেন পাইকর সহ আশপাশের এলাকাবাসীরা।সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।