বলাগড়: বলাগড় বিধানসভায় SIR সমস্যার সমাধানে বিশেষ ওয়ার রুম চালু
বলাগড় বিধানসভা এলাকায় SIR–সংক্রান্ত যাবতীয় সমস্যার দ্রুত সমাধানের উদ্দেশ্যে একটি বিশেষ ওয়ার রুম চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ক্যাম্প খোলা থাকবে, যাতে সাধারণ মানুষ তাঁদের নথিপত্র, আবেদন বা প্রযুক্তিগত যেকোনো সমস্যার সঠিক সমাধান পেতে পারেন। জনসাধারণের সুবিধার্থে বিস্তৃত পরিসরে পরিষেবা নিশ্চিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।