বারুইপুর: মেঘ বালিকা আবাসনে সপ্তমীর সন্ধ্যায় জমজমাট আড্ডা
বারুইপুর খাস মল্লিকে মেঘ বালিকা আবাসনে দুর্গা প্রতিমার তৃতীয় বছরের পতন করে।আবাসনে থিমের পূজা হচ্ছে এই মেঘ বালিকার দুর্গাপূজা।রাজবাড়ি আদলে এই মন্ডপে থিম করা হয়েছে।পূজার কটা দিনে এখানে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে উদ্যোক্তারা !