নলহাটি ১: নবরাত্রি উপলক্ষে ৯টি কুমারী কন্যা পুজো ও মহাযজ্ঞ করলেন নলহাটির বিধায়ক নলহাটিতে, আজ বুধবার মহানবমী নবরাত্রির শেষ দিন
নবরাত্রি উপলক্ষে ৯টি কুমারী কন্যা পুজো ও মহাযজ্ঞ করলেন নলহাটির বিধায়ক নলহাটিতে, আজ বুধবার মহানবমী নবরাত্রির শেষ দিন এই নবরাত্রির শেষ দিনে নবরাত্রি পূজো উপলক্ষে বেলা ১২:৩০ নাগাদ নলহাটীতে নটি কুমারী কন্যাকে দুর্গা রূপে পূজো করলেন বিধানসভার বিধায়ক তথা নলহাটি পৌরসভার পৌর প্রশাসক রাজেন্দ্র প্রসাদ সিং এবং করলেন বিশেষ মহাযজ্ঞ।প্রত্যেক বছরই নবরাত্রি উপলক্ষে ৫১ সতীপিঠের ১ সতীপীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দির সংলগ্ন অনুষ্ঠান ভবনে নবরাত্রি ন'দিন বিশেষ পুজো করেন বিধায়ক।