আলিপুরদুয়ার ২: আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কে বড় ধরনের দুর্ঘটনা ঘটার অপেক্ষায় রয়েছে প্রশাসনিক কর্তারা
আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহাল তবিয়তে যাত্রীবাহী অটো গাড়িতে অতিরিক্ত যাত্রী নিয়ে রাজ্য সড়কে চলছে এমনটাই দেখা গেল শুক্রবার বেলা বারোটা নাগাদ আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কে। অতিরিক্ত যাত্রী বোঝাই করা যাবে না এমন নির্দেশ নিয়ে শামুকতলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শামুক তলায় অটো চালকদের নিয়ে বৈঠক হয়েছিল ।সেখানে অটো ইউনিয়নের নেতৃত্ব থেকে শুরু করে চালকরা ছিলেন। শামুকতলা এলাকার এক যুবতী অটো দুর্ঘটনায় কবলে পড়ার দরুন তার পা কেটে ফেলে দিতে হয়েছে।