ভিন রাজ্যে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না কৃষি কাজে নিযুক্ত মহিলা শ্রমিকের। দীর্ঘ চার মাস ভিন রাজ্যে কাজ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার,মৃত মহিলার নাম কনকবালা বাগদি বয়স ৫১ বছর, বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার বিক্রমপুর। মৃত কনকবালা বাগদির পরিবার সূত্রে জানা যায় কনক বালা বাগদিসহ মোট ১৩ জন শ্রমিক গত চার মাস আগে চেন্নাইয় চাষের কাজে গিয়েছিলো। চেন্নাই থেকে বাড়ি ফেরার পথে বর্ধমান স্টেশনে নামে সবাই ।