মঙ্গলকোট: চোলাই মদ বন্ধে জোরদার অভিযান চালালো মঙ্গলকোট আবগারি বিভাগ, তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করল চোলাই মদ
চোলাই মদ বন্ধে জোরদার অভিযান চালালো মঙ্গলকোট আবগারি বিভাগ। তারা মঙ্গলবার আনুমানিক দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মঙ্গলকোটের যবোগ্রাম, কৃষ্ণবাটি ও শিমুলিয়া এলাকায় চোলাইয়ের ঠেকে অভিযান চালায়। অভিযানে প্রায় ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তাছাড়া ১৬০ লিটার চোলাই মদ তৈরির জাব এদিন মাটিতে ফেলে নষ্ট করা হয়। তাছাড়া বেশকিছু মদ তৈরির সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোলাই কারবারিদের সন্ধানে খোঁজ চালানো হচ্ছে।