দিনহাটা ২: বুড়িরহাট পূর্ব ভুলকি এলাকায় মহিলাদের দাবিতে অবৈধ মদ বিক্রি বন্ধ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও পুলিশ প্রশাসন
বুড়িরহাট পূর্ব ভুলকি এলাকায় মহিলাদের দাবিতে অবৈধ মদ বিক্রি বন্ধ করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও পুলিশ প্রশাসন। শনিবার দুপুর ১টা নাগাদ এ নিয়ে একটি বৈঠক আয়োজিত হয়। যেখানে ওই এলাকার স্থানীয় মহিলারা, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। এ বিষয়ে তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সহ-সভাপতি আব্দুল সাত্তার জানান দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ওই এলাকার এক মহিলা মদ বিক্রি করে আসছিল যার দরুন ওই এলাকার পরিবেশ নষ্ট হয়।