রায়গঞ্জ: আসানসোলে মহিলা চিকিৎসকের গণধর্ষনের প্রতিবাদে রায়গঞ্জ থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার
আসানসোলে মহিলা চিকিৎসকের গণধর্ষনের প্রতিবাদে রবিবার বিকেলে রায়গঞ্জ থানা ঘেরাও বিক্ষোভ কর্মসূচি পালন করলো বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। এদিন বিকেলে বিজেপি মহিলা মোর্চার সদস্যা পাভেল সরকার দাস জানান আসানসোলে চিকিৎসকছাত্রীর নিশংস গণধর্ষকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠছে। সেই ঘটনার প্রতিবাদ এবং নারী সুরক্ষার দাবিতে এই দিনের এই বিক্ষোভ তাদের মূল দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তিনি জানান এই রাজ্যে বাংলার মেয়েরা নিরাপদ নয়