মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার চর দুর্গাপুর গ্রামে জমির আলকাত কে কেন্দ্র করে বচসা আহত এক জানে কিছু অমল মন্ডলের জমির পাশে দীপক মন্ডলের জমি আর সেই জমি দীপক মন্ডল জোর করে অমল মন্ডলের জমি ভেতর দিয়ে আল কাটছিল কিন্তু তা নিয়ে শুরু হয় দুজনের শুরু হয় দুজনের মধ্যে মারামারি ঘটনাস্থলে আহত হয় অমল মণ্ডল স্থানীয় লোকজন তৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় প্রধান পাড়া গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য, তারপরেই পুরো ঘটনা জানি রাণীনগর থানা পুলিশের কাছে দ্বারস্ত হন আ