নবদ্বীপ: প্রতাপ নগরের পর এবার শহরের পূর্বাঞ্চল পোড়াঘাট সীতানাথ চৌধুরী লেন,উদ্ধার প্রকাণ্ড এক পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ
Nabadwip, Nadia | Oct 22, 2025 বুধবার বিকেলে পোড়াঘাটের একটি বাড়ি থেকে উদ্ধার হল বিষাক্ত চন্দ্রবোড়া সাপ,সম্প্রতি প্রতাপনগরে যুবকের মৃত্যুর পর প্রাচীন মায়াপুর,বৃন্দনাথপুর,অরবিন্দ পল্লীর পর এবার দেখা মিলল পূর্বাঞ্চল এলাকা পোড়াঘাট সীতানাথ চৌধুরী লেনে,উদ্ধার হল পূর্ণবয়স্ক প্রকাণ্ড একটি চন্দ্রবোড়া সাপ,যা যৌথভাবে উদ্ধার করলেন সমাজকর্মী তথা সর্প প্রেমী রাজীব কংশবণিক ও বালি নামক এক যুবক,এদিন দুপুরে ১০ নম্বর ওয়ার্ডের পোড়াঘাট সীতানাথ চৌধুরী লেনের বাড়িতে ঢুকে পড়ে প্রকাণ্ড চন্দ্রবোড়া সাপ।