করিমপুর ১: করিমপুরের কেছুয়াডাঙ্গার আজিমপুরে এক ঘর পোড়া অসহায়ের সাহায্যে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়
করিমপুরের কিছুয়াডাঙ্গার আজিমপুরে এক ঘর পোড়া অসহায়ের সাহায্যে করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, গতকাল করিমপুরের কেচুয়াডাঙ্গার আজিমপুরে এক ব্যক্তির ঘর আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, খবর পেয়ে আজ ওই পরিবারের সাথে দেখা করতে যান করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, ওই পরিবার যাতে সরকারী সাহায্য পায় তার ব্যবস্থা করেন তিনি আর আজ বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।